গুলিস্তানে বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৯ ১৩:৪৭:৫৩
রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে মালঞ্চ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সোয়া ১টায় আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এম জি