বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে, প্রশ্ন কাদেরের
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১২-১৯ ১৮:৫৪:২১
২৮ তারিখ বিএনপি বিদায় নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো নেতা নেই। দলটি কাকে নিয়ে নির্বাচন করবে? ৭০ ভাগ লোক নৌকাকে ভোট দেয়ার জন্য প্রস্তুত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিজয় র্যালিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় রাজধানীর তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ৪টি তাজা প্রাণ ঝরে গেছে। গাজার মতো মানুষ হত্যার দৃশ্য এখন বাংলাদেশে। যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই।
তিনি বলেন, সাহস থাকলে তারেক রহমান দেশে এসে জেলে যেতো। তার কথায় আর আন্দোলন হবে না। যারা ভোটে বাধা দেবে, তাদের পরাজিত করে পঞ্চমবারের মতো ক্ষমতায় যাবে আওয়ামী লীগ।
এম জি