দর বৃদ্ধির শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২০ ১৬:০৩:১৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৩৫৩ বারে ১৪ লাখ ২৮ হাজার ৬৭০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়ান টাইগার গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৮৭৩ বারে ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ১৪০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৪৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০  শতাংশ। ফান্ডটি ২ হাজার ৫৩৮ বারে ৮১ লাখ ২৮ হাজার ৪৮৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৬২ লাখ টাকা।।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৪ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৬৩ শতাংশ, সিএপিএম আইবিবিএলের ৯.৩৫ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৯.৩০ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলী ৯.১৮ শতাংশ, রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ এবং কোহিনুর কেমিক্যালের ৮.৭৫ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস