বিএমবিএ এর নতুন সভাপতি মাজেদা, সম্পাদক নজরুল

সানবিডি২৪ আপডেট: ২০২৩-১২-২৫ ২৩:০৩:০৭


বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মিসেস মাজেদা খাতুন; মহাসচিব নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম এফসিএমএ।

২০২৪-২০২৫ সালের (২ বছর মেয়াদে) দায়িত্ব পালন করবেন তারা।

শনিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। সহ-সভাপতি হয়েছেন এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মো. ওবায়দুর রহমান।

এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম।

সদস্য নির্বাচিত হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটালের মাহবুব এইচ মজুমদার, নর্থ স্টার ইনভেস্টমেন্টের মীর মাহফুজুর রহমান, সিএপিএম অ্যাডভাইজরির আসাদ মোর্শেদ, লংকাবাংলা ইনভেস্টমেন্টের ইফতেখার আলম, বিডি ফাইন্যান্স ক্যাপিটালের সুমিত পোদ্দার এবং ব্যানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের খালিদ সাইফুল্লাহ।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিএমবিএর তালিকাভুক্ত ৬৫ সদস্যের মধ্যে ৫৪ জন ভোট দেন। তাদের ভোটে ১১ পদে নির্বাচিত সদস্যদের নিয়ে বিএমবিএ’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এএ