দর পতনের শীর্ষে সী পার্ল

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-২৪ ১৬:২৭:২২


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৯১২ বারে ২৯ লাখ ৫০ হাজার ৬৮৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৮৮ বারে ৬ লাখ ২৯ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৩৭ বারে ৬২ লাখ ৪৪ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-ওয়েস্টার্ন মেরিনের ৫.০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৯০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৭৬ শতাংশ,সেন্ট্রাল ফার্মার ৪.৬১ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৪.৫৯ শতাংশ, আজিজ পাইপ্সের ৩.৯৯ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩.৫৩ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস