ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজনরা নজরদারিতে: র্যাব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-২৬ ১৪:১১:০৫
র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ।
তিনি বলেন, তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়ে পুড়িয়ে মারা ন্যাক্কারজনক কাজ। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এরই মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহভাজনরাও নজরদারিতে আছে। যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করে যাচ্ছে র্যাব। ভোট বা নির্বাচন কেন্দ্রিক কোনো সহিংসতা হলে সাথে অ্যাকশনে যাওয়া হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
এর আগে গত ১৯ ডিসেম্বর ভোর ৫টার দিকে তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হন।
এম জি