গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-২৭ ১১:১৬:০৭
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৪১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩৮২ জন।
বুধবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে গাজায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল বলছে, তারা মধ্য গাজায় শতাধিক স্থানে হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু ও মহিলা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এই যুদ্ধ বিপর্যয়ের চেয়েও বেশি, বিধ্বংসী যুদ্ধের চেয়েও বেশি কিছু। এটি ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন।
এম জি