দিল্লি থেকে ঢাকায় ফি‌রলেন পিটার হাস

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১২-২৮ ১৮:৩৮:৩০


নয়া দিল্লিতে বড়দি‌নের ছু‌টি কা‌টি‌য়ে ঢাকায় ফি‌রে‌ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকায় ফেরেন তিনি।

এর আগে গত ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পিটার হাস।

বড়‌দিন উপল‌ক্ষ্যে মা‌র্কিন রাষ্ট্রদূতের ১০ দি‌ন ছু‌টি কাটা‌নোর তথ্য কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে জা‌নি‌য়ে‌ছিল দূতাবাস।

বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক গত ২২ ডি‌সেম্বর ভারতের নয়া দিল্লি যান পিটার হাস। ছয় দিন পর আজ দুপুরে তি‌নি ঢাকায় ফেরেন।

দি‌ল্লি‌তে যাওয়ার এক দিন আগে গত ২১ ডি‌সেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। বৈঠকটি প্রায় আধঘণ্টা স্থায়ী হয়।

এর আগে, গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে হাস কলম্বো সফ‌রে গিয়েছিলেন। ওই সময় ১১ দিন ছুটি কাটিয়ে ২৭ নভেম্বর কা‌জে যোগ দেন তিনি।

এএ