নির্বাচন বর্জনের লক্ষ্যে জাবি সিনেটরের গণসংযোগ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-৩০ ১৪:৫৬:১৪
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ করে লিফলেট বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপি নেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিএনপি সমর্থিত সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে সাভার পৌর এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
লিফলেট বিতরণ কালে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, একদলীয় পাতানো নির্বাচনে জনমানুষের সমর্থন নেই। এটি নির্বাচনের নামে তামাশা। দেশকে গনতন্ত্রের পথে ফিরিয়ে নিতে আগামী ৭ তারিখ ভোট বর্জনের মাধ্যমে এই সরকারকে লাল কার্ড দেখানোর আহবান জানাচ্ছি।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, ভাসানী হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেনজির হোসেন, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা নাইমুল হাসান কৈশিক, শফিকুল ইসলাম, এম আর মুরাদ, জিসান, ফুয়াদ, রাজু সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
এনজে