প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-৩১ ২০:০২:১৪
২০২৩ সালকে বিদায় জানিয়ে খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ সালকে বরণ করে নিয়েছেন নিউজিল্যান্ডবাসী। বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে তারা। স্থানীয় সময় মধ্যরাতে অকল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে বর্ণিল আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় দেশটি।
এছাড়াও টোঙ্গা, সামোয়া, কিরিবাতির মতো প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জগুলোর বাসিন্দারাও স্থানীয় সময় রাত ১২টায় জড়ো হয়েছেন ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য।
এদিকে, অস্ট্রেলিয়ার নান্দনিক আতশবাজি প্রদর্শন উপলক্ষ্যে সিডনিতে এরই মধ্যে জড়ো হয়েছেন লাখ লাখ দর্শনার্থী। হারবার ব্রিজ ও অপেরা হাউজ থেকে ছোড়া এসব দৃষ্টিনন্দন আতশবাজির খেলা উপভোগ করবেন লাখো মানুষ।
এদিকে, যুক্তরাজ্যে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে না বলে আগেই সতর্ক করা হয়েছে। তারপরও মধ্যরাতের আগেই লন্ডন স্ট্রিটে দর্শনার্থীরা জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। বিগ বেনে ক্ষণ গনণার মধ্য দিয়ে সেখানে উৎযাপন শুরু হবে ২০২৪ সালের।
এদিকে নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে পশ্চিমের দেশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে বল ড্রপের মাধ্যমে শুরু হবে খ্রিস্টীয় নতুন বছর। তা দেখতে প্রায় দশ লাখ মানুষ জড়ো হবেন সেখানে।
ইতোমধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোয় সেজেছে নিউইয়র্ক নগরী। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শুধু নিউইয়র্ক নয়, পুরো যুক্তরাষ্ট্র জুড়েই চলছে উৎসবের প্রস্তুতি। বড়দিন ও ইংরেজি নববর্ষের এই সময়টায় ছুটির আমেজে ভাসছেন প্রবাসী বাংলাদেশিরাও।
এএ