আরও ৬ মাস জরুরি অবস্থায় থাকছে মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৪-০২-০১ ১০:২২:৫৮
মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরের শেষ দিনে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জান্তা সরকার। এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। সেই হিসেবে দেশটিতে সামরিক শাসনের তিন বছর পূর্ণ হয়ে গেছে ৩১ জানুয়ারি। তিন বছর পূর্ণ হওয়ার শেষ দিনে বুধবার (৩১ জানুয়ারি) দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জান্তা সরকার।
দেশটির সংবাদমাধ্যম ইরাবতীতে বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন ফের পিছিয়েছে।
এক বিবৃতিতে জান্তা সরকার জানিয়েছে, অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সক্ষম করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে স্টেট কাউন্সেলর অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করার দিনই জরুরি অবস্থা ঘোষণা করে। পরে দেশজুড়ে জান্তার এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হলে তারা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় ও নির্মূল অভিযান চালায়।
অন্যদিকে, ক্ষমতা দখলের পর সু চিকে করা হয় গৃহবন্দী; সাজানো বিচারে তাকে বিভিন্ন মেয়াদে দেয়া হয় কারাদণ্ড।
এম জি