দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইডস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০১ ১৫:৩৪:৩০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৫৫ বারে ৭১ লাখ ৭৯ হাজার ৩২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ১১৪ বারে ১৭ লাখ ৩৮ হাজার ৫২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ । কোম্পানিটি ৪ হাজার ৩৯১ বারে ১ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ৯.৯৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৯৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৯১ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৯.৮৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৯.৮৪ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৯.৮০ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের ৯.৭৯ শতাংশ।
এসকেএস