ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০২-০৪ ১৫:৫২:৪৭


সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৪২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ১ লাখ ৫ হাজার এবং সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৮৩ লাখ ১৭ হাজার, ফরচুন সুজের ২ কোটি ২৫ লাখ ১১ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ১৫ লাখ ৭০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ ৫ হাজার, খান ব্রাদার্সের ২ কোটি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার এবং এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১ কোটি ৫১ লাখ ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস