বাড়ি-গাড়ি কিন‌তে পারবেন না ঋণ খেলাপিরা

সানবিডি২৪ আপডেট: ২০২৪-০২-০৪ ১৯:৫৮:০১


ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের বলেছেন, খেলাপি ঋণ কমাতে ১১ দফা রোডম্যাপ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোন গ্রাহক ঋণ নিয়মিত পরিশোধ না করলে তাকে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চি‌হ্নিত করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়া‌রি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়ে‌ছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

আবু ফারাহ মো. নাসের বলেন, খেলা‌পিদের ‌বিভি‌ন্নি সু‌বিধা থেকে ব‌ঞ্চিত করা হবে। তারা নতুন করে জ‌মি বা‌ড়ি গা‌ড়ি কিনতে পারবে না। এমন কী তার নতুন ব্যবসাও খুলতে পারবে না। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থি‌ত ছিলেন।

এএ