মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৪ ২০:১১:০৪


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, মাটির ওপরে কোনো ক্যাবল থাকবে না। ডিশলাইনের ক্যাবলগুলো নিচ দিয়ে নিতে হবে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ক্যাবল টিভি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এ আরাফাত বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হালনাগাদের সঙ্গে রাষ্ট্রগুলোর আইনেরও সামঞ্জস্য থাকতে হয়। তবে আইনের ব্যত্যয় না ঘটিয়ে কীভাবে ভালো কিছু করা যায়, সেটা দেখা হবে। জাতীয় নিরাপত্তা যেন বিঘ্ন হয়, এমন কিছু করতে দেয়া হবে না।

সভায় কোয়াব প্রতিনিধিরা বলেন, ডিজিটালাইজড ব্যবস্থা সবাই চায়। কিন্তু ক্যাবল অপারেটররা প্রস্তুত থাকার পরও এই খাত এখনও তা হয়নি, যা দুঃখজনক। তবে কেন দেরি হচ্ছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। ক্যাবল অপারেটরদের ইন্টারনেট ব্যবসা করা থেকেও বিরত রাখা হয়। ক্যাবল টিভি সম্পর্কিত যাবতীয় আইন-বিধিও সংস্কার করা অপরিহার্য।

ক্যাবল অপারেটিং ব্যবস্থা ডিজিটালাইজড হওয়া জরুরি। তাতে গ্রাহকের সুবিধা, অপারেটরদের ভালো এবং এতে সরকারের রাজস্ব বাড়বে। ওটিটি প্ল্যাটফর্ম সুশৃঙ্খল রাখতে সরকার সচেষ্ট বলেও জানান তারা।

এম জি