দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৫ ১৫:৪৬:০৪
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৪০ বারে ২ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৭৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৩২৮ বারে ৪৯ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৪৩৫ বারে ৬০ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেক ইন্ডাস্ট্রিজের ৯.৯৭ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৯১ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.৯১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৮৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৮৪ শতাংশ, সানলাইফ ফাইন্যান্সের ৯.৭৯ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৯.৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস