কাভার্ড ভ্যান যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-০৮ ১৩:৩৬:১৩


চট্টগ্রাম-কক্সবাজারে মহাসড়কে চকরিয়ার হারবাং লাল ব্রিজ এলাকায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হারবাং লাল ব্রিজ এলাকায় সকাল ৯টার দিকে কক্সবাজারগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত বাস যাত্রী বশির আহমদ চট্টগ্রাম জেলার চন্দনাইস উপজেলার দোহাজারী বড়পাড়া গ্রামের রশিদ আহমদের ছেলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। ঘটনার পর বাস ও কাভার্ড ভ্যান চালকরা পালিয়ে যায়। পুলিশ বাস ও কার্ভাড ভ্যান জব্দ করেছে। মামলা প্রক্রিয়াধীন।

এনজে