সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর মরদেহ ‍উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-০৮ ১৫:১৪:৫৯


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীখোলা গ্রামের মো. স্বপন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি শ্যালো ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্বপন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি এ বছর কামারখন্দ উপজেলার হাজী কোরপ আলী সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ  করেন।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, বুধবার রাতে খাবার খেয়ে স্বপন বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ির অদূরে শাহীখোলা গ্রামের একটি বাড়ির পাশ থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। তার মাথার সামনের অংশ থেতলানো ছিল। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এনজে