উখিয়া সীমান্ত থেকে মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১০ ১৫:৫৪:৫৯
দুইদিন পড়ে থাকার পর উখিয়া সীমান্তের রহমতের বিল থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, মরদেহটি দুইদিন ধরে রহমতের বিল সীমান্তের কাছে পড়েছিলো। কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্ধার করা যায়নি। পরে শনিবার দুপুরে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মরদেহ থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। সে কারণে সুরতহাল করতে বেগ পেতে হচ্ছে। সুরতহালের পরে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গত মঙ্গলবার রহমতের বিল সীমান্ত দিয়ে ২ জন বাংলাদেশে প্রবেশের সময় হঠাৎ তাদের ওপর মিয়ানমার থেকে ছোড়া ভারী অস্ত্র নিক্ষেপ হয়, যেটি ধরা পড়ে ক্যামেরা। স্থানীয়দের ধারণা সেই ঘটনায় মৃত্যু হয়েছে তার।
এম জি