কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় অটোরিকশার ৫ যাত্রীর প্রাণহানি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০২-১১ ১২:৫৯:৩৭
কুমিল্লার দাউদকান্দিতে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানিয়েছেন, নিহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন চালক হতে পারেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আরো একজন মারা গেছেন বলে শুনেছি।
এনজে