লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১২ ১৫:১৭:১৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে,কোম্পানিটির ৬১ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৫১ লাখ ৪৭ হাজার টাকার।
৪৯ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, এডভেন্ট ফার্মা লিমিটেড।
এসকেএস