বিসিকের নতুন পরিচালক আব্দুন নাসের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-১২ ২০:৫২:০৫
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খানকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খানকে বদলি করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) পরিচাল পদে নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি