ব্লক মার্কেটে লেনদেন ২৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১৩ ১৫:৪৭:৪৩


সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি  কোম্পানির মোট ২৪ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি  ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৩০ লাখ, দ্বিতীয় স্থানে গ্রামীণফোনের ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার  ও তৃতীয় স্থানে ফু-ওয়াং ফুডের ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ২ কোটি ৪০ লাখ ৮১ হাজার, আইটি কনসালটান্টসের ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার, রূপালী ব্যাংকের ৮৭ লাখ ২৪ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ৬৪ হাজার, ফরচুন সুজের ৬১ লাখ ৪০ হাজার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫১ লাখ ৭০ হাজার এবং রোনাটা লিমিটেডের ৫০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস