বোমা উদ্ধারকালে বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আহত

আপডেট: ২০২৪-০২-১৩ ১৬:১৩:৩৩


বরিশালের গৌরনদী পৌর এলাকায় বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মাহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।

এ বিষয়ে পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে ওই এলাকায় রাজু হাওলাদারের পরিত্যাক্ত বাথরুমের মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা বোমা রেখে তালাবদ্ধ করে রাখে। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে তালা ভাঙেন রাজু হাওলাদারের ছেলে মাসুম। পরে তিনি একটি বালতির মধ্যে ১০-১২টি বোমা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও কনস্টেবল মিজানুর রহমান ঘটনাস্থলে যান।

পরে বালতির মধ্যে থাকা বোমা উদ্ধারের সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল হোসেন, কনস্টেবল মিজানুর রহমান ও মাসুম হাওলাদার গুরুতর আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এনজে