তাপীয় কয়লা আমদানি কমেছে এশিয়ায়
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০২-১৪ ০৯:৩৯:২৪
চাহিদা কমে যাওয়ায় এশিয়ার দেশগুলোয় জানুয়ারিতে সমুদ্রপথে তাপীয় কয়লা আমদানি রেকর্ড সর্বোচ্চ পর্যায় থেকে কমেছে। বিশেষ করে এ অঞ্চলের প্রধান দুই আমদানিকারক চীন ও ভারত বিশ্ববাজার থেকে সীমিত পরিমাণে জ্বালানিটি কিনেছে। মূলত শীতকালীন চাহিদা কমে যাওয়ায় আমদানি এ সময় নিম্নমুখী ছিল। খবর রয়টার্স।
এদিকে চীন ও ভারত আমদানি কমালেও জাপান ও দক্ষিণ কোরিয়ার আমদানি ছিল বলিষ্ঠ। দেশ দুটো মূলত উচ্চ মানের কয়লা আমদানি করে। আমদানি চাহিদা বেশি থাকায় জানুয়ারিতে এসব কয়লার দামও ছিল বেশি। চীন ও ভারত আমদানি করে নিম্ন মানের কয়লা। দেশ দুটি আমদানি কমিয়ে দেয়ায় এসব কয়লার বাজারদর ছিল তুলনামূলক কম।
এ ব্যাপারে পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের দেয়া তথ্যমতে, এশিয়ার দেশগুলো প্রধানত বিদ্যুৎ উৎপাদনে তাপীয় কয়লা ব্যবহার করে। অঞ্চলটিতে জানুয়ারিতে মোট ৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার তাপীয় কয়লা আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৫ শতাংশ কম। ডিসেম্বরে এখানে সমুদ্রপথে আমদানি হয়েছিল রেকর্ড ৮ কোটি ১৮ লাখ টন। ওই মাসেও আমদানিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছিল চীন ও ভারত।
তাপীয় কয়লা আমদানিতে নেতৃস্থানীয় অঞ্চল এশিয়া। জানুয়ারিতে এখানে আমদানি কমলেও তা ছিল এ-যাবৎকালের চতুর্থ সর্বোচ্চ। এর মধ্যে চীনই আমদানি করেছে ২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টন। ডিসেম্বরে ইতিহাসের সর্বোচ্চ তাপীয় কয়লা আমদানি করে। আমদানির পরিমাণ ছিল ৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টন।
তথ্য বলছে, চীনে ডিসেম্বরের তুলনায় আমদানি কমলেও ২০২৩ সালের তুলনায় বেড়েছে ৩৪ শতাংশ। ওই সময় দেশটি ২ কোটি ৮ লাখ ৬০ হাজার টন তাপীয় কয়লা আমদানি করেছিল।
এনজে