দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ফার্মা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-১৪ ১৫:৩৯:৩৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৬৪ বারে ৫৬ লাখ ৫০ হাজার ৪৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৯২ বারে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৮ বারে ১ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ২২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিংসের ৯.৬০ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ৭.৭৭ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৬.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৪০ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.০৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৪১ শতাংশ এবং এএফসি অ্যাগ্রোর ৪.৩০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস