মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলায় বিদেশী জাহাজ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১৪ ১৭:০০:০২
মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ‘কিয়ো কোরাল’। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে।
জানা গেছে, ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। এই জাহাজে মেট্রোরেলের ৪৯১ পিচ সিমেন্ট পাইল রয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, আজ বুধবার দুপুর ৩টার দিকে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। মেট্রোরেলের সকল মালামাল খালাস করে নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার মেট্রোরেলের ডিপোতে।
এম জি