বগি লাইনচ্যুত, জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-১৫ ১৪:৪৮:২১


জামালপুরে সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে লোকাল ট্রেনে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিয়ারপুর স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ।

তিনি জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকালটি ট্রেনটি পিয়ারপুর স্টেশনে পৌঁছার পর মেইন লাইনে উঠতে গিয়ে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত না হলেও জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ অভিমুখী ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ রেলওয়ে জংশনে অবস্থান করছে।

এম জি