পেরুতে ৫.৪ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১৬ ১২:২৩:২০
ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৩টা ৫৩ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার এ ভূ-কম্পন অনুভূত হয়।
বার্তা সংস্থা আনাদুলু পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের বরাতে জানিয়েছে, মধ্য পেরুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার কেন্দ্রস্থল ছিল হুয়ারাল শহরে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের সর্বোচ্চ ভূমিকম্প হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে পেরু। প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত এই দেশটি ‘রিং অব ফায়ার’ নামেও পরিচিত।
এম জি