দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০২-১৮ ১৫:৪৭:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৫৬৯ বারে ৯ লাখ ৭৭ হাজার ৯৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭১২ বারে ৫১ লাখ ৫৪ হাজার ৭৬০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২৪৫ বারে ৩ লাখ ৮৬ হাজার ৩৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে -এএফসি এগ্রো বায়োটেক, সানলাইফ ইন্সুরেন্স, আরডি ফুড, ওরিয়ন ইনফিউশন, আনলিমায়ার্ন ডাইং, সাইফ পাওয়াটেক এবং রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
এসকেএস