রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-১৮ ১৮:০১:৫৫
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে পূর্ব ইউক্রেনের আকাশে রাশিয়ার দুইটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক।
শনিবার টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেইনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা।
পশ্চিমারা ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিয়েভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে।
আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না।
এনজে