চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্র হত্যা: ২ জনের যাবজ্জীবন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২০ ১৫:৪২:১৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্কুলছাত্র তাজিমুল হক (১৫) হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা অধর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের রায় দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুবেল হোসেন (২১) ও একই গ্রামের নিয়ামুল হকের ছেলে হযরত আলী (২১)। এরমধ্যে হযরত আলী পলাতক রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকায় ২০২০ সালের ১৯ নভেম্বর নানার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তাজিমুল। পরে রাত সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলার চিনিশল্লা গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির পাশে বালিচাপা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্কুলছাত্র তাজিমুলের মরদেহ উদ্ধারের পর, তার নানা আব্দুল ওহাব বাদী হয়ে পরদিন ২০ নভেম্বর হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে নাচোল থানার উপ-পরিদর্শক গোলাম রসুল ২০২১ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এম জি