দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২২ ১৫:২৭:৩০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৭৭ বারে ৪৩ লাখ ২৪ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১১ বারে ৩ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পেপার প্রসেসিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৭ বারে ৭৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কুইন সাউথ টেক্সটাইল, এস্কয়ার নিট, কাট্টালি টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফেব্রিকস, গোল্ডেন সন এবং উত্তরা ব্যাংক পিএলসি।
এসকেএস