খুলনার রুপসায় কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-২৫ ১২:৫১:৫৩
খুলনার রুপসায় কুদির বটতলা এলাকায় পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করার একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
ফারুক হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাটকাঠিতে আগুন লাগে। সিগারেটের ফেলে দেয়া শেষ অংশ থেকে আগুন লাগতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। আগুনে দুটি ট্রাকে থাকা পাটকাঠি এবং ফ্যাক্টরির সামনে থাকা বেশ কিছু পাটকাঠি পুড়ে গেছে বলে জানান তিনি।
এনজে