গাজীপুরে তরুণকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০২-২৬ ১৫:২০:০৭
গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেন আলী (২২) নামে এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার পর ওই যুবকের লাশ একটি পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্য মারামারি হয়। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা কুনিয়া পাশার এলাকার হোসেন আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। ওই রাত সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকার মৎস্য খামারের পাশে যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, নিহতের গলায়, কানে, ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে কৌশলে ডেকে নিয়ে তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে