দর পতনের শীর্ষে খুলনা প্রিন্টিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৭ ১৬:২৪:৩২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭৯৪ বারে ২৫ লাখ ৭ হাজার ৮১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইনটেকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪০ বারে ২ লাখ ৩৫ হাজার ৪০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সেরশেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২৯ বারে ৪ লাখ ৫৫ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে – এসবিএসি ব্যাংকের ৩.৯৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৩.৯৩ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩.৮৫ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩.৭৪ শতাংশ, এমএল ডাইংয়ের ৩.৫১ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩.৪১ শতাংশ এবং আমান কটন ফাইবার্সের ৩.৩৯ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস