রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন চাঁদপুরের পুলিশ সুপার
আপডেট: ২০২৪-০২-২৭ ১৭:০৪:১২
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিগত ২০২৩ সালে পুলিশ সুপার ভোলা এবং চাঁদপুরের এসপি হিসেবে উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পুলিশ সপ্তাহ – ২০২৪-এ তিনি এ পদক লাভ করেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ সম্মানসূচক পদক পরিয়ে দেন।
গত বছরের ১৫ জুন তিনি চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততার জন্য প্রশংসিত হওয়া বিসিএস ২৫ ব্যাচের এ পুলিশ কর্মকর্তা ২০০৬ সালে কর্ম জীবন শুরু করেন। ভোলা জেলায় দায়িত্ব পালনকালে তিনি বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।
এরআগে তিনি উপ পুলিশ কমিশনার ডিএমপি উত্তরা বিভাগে দায়িত্ব পালন করেছেন।
ময়মনিসংহের মুক্তাগাছার মেধাবী সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম ক্রিমিনোলজি বিভাগ থেকে সাফল্যের সাথে এমএসএস সম্পন্ন করেছেন।
এএ