লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-২৮ ১৫:১৯:০৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার টাকার।
২৮ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু ফেব্রিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফু ওয়াং ফুড, তাওফিকা ফুডস, ওরিয়ন ইনফিউশন, একটিভ ফাইন এবং রবি আজিয়াটা লিমিটেড।
এসকেএস