৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৯ ১৩:২৩:৪৩


প্রায় ৪ বিচ্ছিন্ন থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হলে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু পূর্ব রেল‌ওয়ে স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম।

তিনি বলেন, বিকল হওয়া ইঞ্জিনটি প্রথমে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে নিয়ে আসা হয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বেশ কয়েক‌টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে ট্রেনের পরিচালক (গার্ড) ওমর আলী বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পরই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর ইঞ্জিন চালু হচ্ছিল না। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটিকে উদ্ধার করে।

এনজে