উৎসবের আমেজে অপু
|| প্রকাশ: ২০১৫-১০-২২ ১৭:৪০:৫২ || আপডেট: ২০১৫-১০-২২ ১৭:৪০:৫২

হালের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অভিনেত্রী অপু বিশ্বাস। শত ব্যস্ত সিডিউলের মধ্যেও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের জন্য সময় বের করতে ভুল করেননি তিনি।
অপু বলেন, ‘দুর্গাপূজা আমার সবচেয়ে প্রিয় উৎসব। জীবনের অনেকগুলো বছর আমি বগুড়াতে কাটিয়েছি। পূজার দিনগুলো আসলেই মনে পড়ে যায় বগুড়ার স্মৃতি। পূজার উদ্দীপনা, আত্মীয়দের বাড়িতে বেড়ানো, নতুন পোশাক পড়ে মন্দিরে মন্দিরে ঘুরতে যাওয়ার স্মৃতি আজও প্রাণবন্ত।’ তবে এবছর বগুড়া যেতে পারছি না। কারণ কিছুদিন পর দাজিলিং যাবো বলে জানালেন নায়িকা।
তিনি আরও বলেন, ‘এখন ব্যস্ততার কারণে দুর্গাপূজা উদযাপনের জন্যও সময় বের করা কঠিন। তবে চেষ্টা করি পূজার সময় কাজ কম রাখতে। আর সবসময়ই বগুড়া যেতে চেষ্টা করি। তবে এবছর আর যাওয়া হলো না।’