বেশিরভাগ উপসাগরীয় শেয়ারবাজার চাঙা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৫-১২ ২১:৪৯:১৪


উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ শেয়ারবাজার চাঙা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এই ঊধ্র্বমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের দরের উত্থান-পতন উপসাগরীয় অঞ্চলের আর্থিক বাজারে অনুঘটকের ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে শুক্রবার (১০ মে) জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।

ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহৎ তথা চীনের অর্থনীতি শক্তিশালী হওয়ার আভাস পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত চলছে। ইসরায়েল-হামাস এখনও যুদ্ধবিরতিতে পৌঁছেনি। ফলে প্রতি ব্যারেল তেলের দাম ৮৪ ডলার ২৪ সেন্টে উঠেছে।

পরিপ্রেক্ষিতে কাতারি বেঞ্চমার্ক সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ইন্ডাস্ট্রিজ কাতারের শেয়ারের দর শূন্য দশমিক ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি কাতার ইসলামিক ব্যাংকের স্টক মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজারে উত্থান ঘটেছে। কুয়েতের প্রধান সূচকের মান বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। বর্তমানে যা ৭৮৪৬ পয়েন্টে অবস্থান করছে। কাতারের মূল সূচক ঊধ্র্বগামী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। এখন তা ৯৬৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ওমান সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে যা ৪৭৭৯ পয়েন্টে উঠে এসেছে।

তবে সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। এ নিয়ে টানা দ্বিতীয় কার্যদিবসে সূচকটির পতন ঘটলো। দেশটির প্রায় সব খাতে মুনাফা কমায় এই নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে। বাহরাইনের সূচক পড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। দিন শেষে তা ২০২৪ পয়েন্টে নেমেছে।

উপসাগরের বাইরে মিশরের ব্লু চিপ সূচক পড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। দেশটির রিয়েল স্টেট উপকরণ এবং স্বাস্থ্যসেবার শেয়ারের দরপতন ঘটেছে। ফলে সূচকটির এই ধস নেমেছে।

এএ