অন্যের সঙ্গে রাত কাটানোয় বান্ধবীকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৯-০১ ১৭:১৭:১৮


luke-jones-murderঅন্যের সঙ্গে রাত কাটানোর খবরে সাবেক বান্ধবীকে খুনের অভিযোগ উঠেছে লুক জনস নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়েছে। মামলাটি এখন আদালতে চলমান।

গত ফেব্রুয়ারি নাতাসা ব্রাডব্রুরি নামের ২৭ বছর বয়সী এক সন্তানের জননী নিজ বাসায় খুন হন। অভিযোগ-তারই সাবেক প্রেমিক জনস নাতাসাকে নৃশংসভাবে খুন করে।  হত্যার পর রক্ত ছিটে দেয়াল দিয়ে গড়িয়ে পড়ে। সোয়ানসির ক্রাউন আদালতকে এমনটাই জানিয়েছে প্রসিকিউটিং কাউন্সিল পল লুইস।

তিনি বলেন, নাতাসার সাবেক বন্ধু জনস নৃশংসভাবে হত্যা করে তাকে। ঈর্ষায় অন্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ডে অংশ নেন। তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের। ফেব্রুয়ারির ১৮ তারিখ থেকে তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়।

ওইদিন নাতাসা এসএমএস পাঠান জনসকে। তিনি লেখেন, তুমি আমার মন ভেঙে দিয়েছ। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। এর প্রতিউত্তরে জনস লেখেন, তুমি যদি আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেল তাহলে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াতে পারো।

২০ তারিখে জনসকে একটি এসএমএস পাঠান নাতাসা। তিনি লেখেন, আমি দুঃখিত। গত রাতে আমি অন্য একজনের সঙ্গে রাত কাটিয়েছি।

২২ ফেব্রুয়ারির রাতের ঘটনার বর্ণনা দিয়ে নাতাসার এক প্রতিবেশী জানান, ওই রাতে নাতাসার বাসা থেকে মারধরের শব্দ ভেসে আসছিল। রাতে জোড়ে জোড়ে চিৎকার করছিলেন জনস।

এদিকে হত্যার কথা অস্বীকার করেছেন জনস। তবে পুলিশকে তিনি যে মিথ্যা তথ্য দিয়েছেন তা আদালতকে সরবরাহ করেছেন আইনজীবী।

সানবিডি/ঢাকা/এসএস