সাতক্ষীরার দেবহাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা

প্রকাশ: ২০১৬-০৯-০১ ১৯:২৮:০৯


accedent pixসাতক্ষীরার দেবহাটায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কালিগঞ্জ থেকে আসা বাস (সাতক্ষীরা-জ-১১-০০০৮) পারুলিয়া গরুরহাট নামক স্থানে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়।

স্থানীয়রা জানান, আহতদের সংখ্যা অসংখ্য। এদের মধ্যে পেচোরআটীর আবু বক্কারের পুত্র লিয়ন (৯), নুরনগর খকেন্দ্রনাথের পুত্র দিলীপ (৩৫), খুলনার সাইজুদ্দীনের পুত্র আবুল কালাম (৪৫), খুলনা ডুমুরিয়ার দুলালের পুত্র ভোলা নাথ দাস (৩২), সাতক্ষীরার মোশাররফের পুত্র হাসান (৩০), সাতক্ষীরা আগরদাড়র মহিউদ্দীনের পুত্র লিটন (২৫), মৌতলার আহম্মদ আলীর পুত্র বারেক (৪০), নেসার আলীর পুত্র শাহজাহান, শ্রীউলার আজহারুলের পুত্র শামিম (২৫), বাশতলার শওকত দত্ত (৩৫), নুরজাহান (৪৫), নুরনগরের নিলয় (৫), সুব্রত ও এবাদুলের স্ত্রী নুর জাহানের পরিচয় পাওয়া গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যন্যাদের এখনো পর্যন্ত পরিচয় জানা যায় নি। আহতদেরকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সানবিডি/ঢাকা/মামুন/আহো