ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর
আপডেট: ২০১৬-০৯-০৩ ১০:৩৯:২৭
দেশের কোথাও শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আব্দুল জলিল।
শনিবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। জিলহজ মাস গণনা শুরু হবে রোববার (৪ সেপ্টেম্বর)। এ হিসেবে আগামী ১৩ সেপ্টেম্বর (১০ জিলকদ) মঙ্গলবার দেশে ঈদুল আজহা পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের সভা শেষে ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৭ সনের জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। এবার ঈদে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে।