রাবিতে যুব উদ্যোক্তা বিষয়ক কর্মশালা

আপডেট: ২০১৬-০৯-০৩ ১১:২১:২০


RU.Rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্যপ্রযুক্তি নির্ভর যুব উদ্যোক্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের মোশাররফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘আইসিটি বেইজ্ড এন্ট্রারপ্রেনয়রশীপ ফর ইয়ুথ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ইয়ুথ স্কুল ফর স্যোশাল এন্ট্রারপ্রেনয়র (ওয়াইএসএসই) রাজশাহী শাখা।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এনায়েত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম। এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ওয়াইএসএসই’র রাজশাহী বিভাগের সমন্বয়ক হাসিবুল হাসান, সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মো. ইউসুফ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. সুমন হোসেন প্রমুখ।

এসময় অধ্যাপক শাহ্ আজম বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। পৃথিবীতে আজ পর্যন্ত যা কিছু আবিষ্কার হয়েছে তার সবগুলোই তরুণদর দ্বারা। আইসিটিতে দক্ষ জনশক্তি হিসেবে আমরা আমাদের তরুণদের দেখতে চাই। আইসিটির এই সেমিনার থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে যা ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করছি। দিনব্যাপী এ কর্মশালায় আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় শেষে সনদপত্র প্রদান করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস