মীর কাসেমর ফাঁসির জন্য শাহজাহান বাহিনী প্রস্তুত

প্রকাশ: ২০১৬-০৯-০৩ ১৮:৫১:২৭


Kashem Aliমানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির কার্যকরে প্রস্তুত জল্লাদের দল। ফাঁসি কার্যকর করতে জল্লাদ শাহজাহান ভুঁইয়াকে সহযোগিতা করবেন দীন ইসলাম, শাহীন ও রিপন। ইতিমধ্যেই তারা ফাঁসি কার্যকরের মহড়া দিয়েছেন।

কাশিমপুর কারাগারের জেল সুপার প্রশান্ত কুমার বণিক রাইজিংবিডিকে বলেন, ‘কোনো আসামির ফাঁসি কার্যকরে যা যা করণীয় এ ক্ষেত্রেও তাই করা হবে। এজন্য জল্লাদ নির্ধারণ থেকে শুরু করে সবকিছুই করা হয়েছে। ফাঁসি কার্যকরের জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত।’ মীর কাসেমের ফাঁসি কখন হবে, এ প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ বেশ কয়েকজনের ফাঁসি কার্যকরে নেতৃত্ব দিয়েছেন শাহজাহান ভূইয়া।

শুক্রবার বিকেলে মীর কাসেম আলী জানান, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না। এর পরে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কারা কর্তৃপক্ষ শনিবার সকালে জেলা প্রশসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও মীর কাসেম আলীর গ্রামের বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়ে মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত বার্তা দেয়।