মহড়া দিতে গিয়ে মার খেলো ‘আসল বিএনপি’

আপডেট: ২০১৬-০৯-০৫ ১৯:২২:৫২


Asol-BNP
ফাইল ছবি

রাজধানীর নয়া পল্টনে মহড়া দিতে গিয়ে মার খেলো ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা চালায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন। সোমবার বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের সামনে মহড়া দেওয়ার কথা ছিল কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র। এ লক্ষ্যে তাদের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। কিন্ত জোনাকি সিনেমা হলের কাছে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। লাঠিসোটা নিয়ে রাস্তায় ফেলে আসল বিএনপি’র নেতা-কর্মীদের মারধর করতে দেখা যায়।

এতে ‘আসল বিএনপি’র দুই কর্মী আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা নয়া পল্টনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসল বিএনপি’র মহড়ার খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে লাঠিসোটা নিয়ে জড়ো হতে থাকে। এরপরই এ হামলার ঘটনা ঘটে।

সানবিডি/ঢাকা/এসএস