সেতুর রেলিং ভেঙে খাদে ট্রাক, নিহত ২
আপডেট: ২০১৬-০৯-০৬ ১১:২২:০৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সেতুর রেলিং ভেঙে চিনিবোঝাই একটি ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বগুড়া-নগরবাড়ী সড়কের উল্লাপাড়ার পুর্ব দেলুয়া সেতুতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকের চালক আব্বাস আলী (৩৫) ও তার সহকারী মোহাম্মদ সোহাগ (২২)। তাদের বাড়ি নাটোর সদর থানার খেজুরতলায়।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ জানান, একটি চিনিবোঝাই ট্রাক ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। পথে অপর একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সেটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হন। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/এসএস