গুলশানের একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ
আপডেট: ২০১৬-০৯-০৬ ১৮:২৮:১৯
রাজধানীর ঢাকার গুলশানে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। গুলশান-১ নম্বরে এলজির ইলেকট্রনিক পণ্যের শো রুমে জোরপূর্বক কয়েকজন তরুণ ঢুকে পড়ার খবরে এ অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই সজীব রাহমান।
তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকজন যুবক জোরপূর্বক গুলশান-১ নম্বরের একটি ভবনে ঢুকে পড়ে বলে খবর পেয়েছি। এখন এলজির শো রুমের চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ। ওই যুবকদের অবস্থান এবং তাদের উদ্দেশ্যে এখনও ‘স্পষ্ট নয়’।
গুলশান থানার পরিদর্শক জানান, এলজি শো রুমের দারোয়ানকে হুমকি দিয়ে কয়েকজন তরুণ ভেতরে প্রবেশ করেছে- এমন খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যায় পুলিশ। ভবনটি ঘিরে রাখা হয়েছে। দারোয়ানের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তরুণদের কাঁধে ব্যাগ ছিল।
সানবিডি/ঢাকা/এসএস