রাবিতে মাদক সেবনের অভিযোগে শিক্ষার্থীকে পিটুনি দিয়েছে ছাত্রলীগ

প্রকাশ: ২০১৬-০৯-০৬ ১৮:২৮:৫১


rabiরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলে মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে এক শিক্ষার্থীকে পিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতা তন্ময়ানন্দ অভি ও মামুন অর রশীদসহ তার কর্মীরা। গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হলের ১১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। জীবন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে জীবন তার বন্ধুদের নিয়ে তাস খেলছিলো। এসময় অভি ও মামুন তার কর্মীরা ওই কক্ষে প্রবেশ করে জীবনের সঙ্গে কথা বলে। এক পর্যায়ে অভি ও মামুনসহ কর্মীরা স্ট্যাম্প দিয়ে জীবন ও তার বন্ধুদের মারধর করে। সেখানে তাদের সাথে থাকা ছাত্রলীগের কর্মীরা জীবনকে উদ্ধার করে হল প্রাধ্যক্ষের হাতে তুলে দেন।

জানতে চাইলে তন্ময়ানন্দ অভি বলেন, হলে মাদক সেবনের এই ঘটনা প্রায়শই ঘটে। নিষেধ করেও কোন কাজ হয় না। তাই মাদকসেবী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে হল প্রশাসনের হাতে তুলে দিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আমি ঘটনাটি শুনেছি। আহত ওই শিক্ষার্থী মাদকসেবী প্রমাণ না হলে মারধরকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. আব্দুর রহমান বলেন, জীবন নামের ওই ছেলের কক্ষে মাদক সেবনের সরঞ্জাম মিলেছে। এ ব্যাপারে হলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জীবনের আঘাত গুরুতর হওয়ায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সানবিডি/রাবি/হৃদয়/এসএস